এবার জামাইষষ্ঠীতে মিলবে অর্ধদিবস ছুটি ! ঘোষণায় নবান্ন
ইভিএম নিউজ ব্যুরো, ২৩ মেঃ বৃহস্পতিবার গোটা রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হবে জামাইষষ্ঠী। আর তারই প্রাক্কালে এবার জামাইদের জন্য সুখবর শোনালো নবান্ন। রাজ্য সরকারের সমস্ত দফতরে অর্ধদিবস ছুটি থাকবে আগামী ২৫ শে মে। বেলা ২টোর পর আর তাদের কোনও রকম কাজে হাত দিতে হবে না। এমনটাই ঘোষণা করল রাজ্য সরকার। কেমন ছুটি পাবেন জামাইরা? নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মচারী জামাইরা অর্ধেক