
সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেরাই রাস্তা তৈরীর কাজে নামলেন ফোস্কারডাঙ্গা এলাকার গ্রামবাসীরা
ইভিএম নিউজ ব্যুরো, ১৬ এপ্রিলঃ পাচ্ছেনা কোনও সরকারি সহায়তা। আর তার জেরেই আটকে পড়েছে গ্রামের রাস্তা তৈরির কাজ। তাই বাংলা বছরের প্রথম দিনেই আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের ফোস্কারডাঙ্গা এলাকায় নিজেরাই কোদাল-বেলচা হাতে রাস্তা তৈরীর কাজ শুরু করলেন গ্রামবাসীরা। গত বছর পাঁচেক আগে পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে ফোস্কারডাঙ্গা থেকে চাপাতলী গামী তিন কিলোমিটার নতুন রাস্তার শিলান্যাস করা হয়