
এখনও সই হয়নি কোচ সের্জিও লোবেরার, ক্ষুব্ধ নিতু
অরূপ পাল, ১৫ এপ্রিলঃ ( Latest Kolkata Football News) এখনও সই হয়নি কোচ সের্জিও লোবেরার, ক্ষুব্ধ নিতু। তবে কি এই কারণেই কি কিছুটা ক্ষুব্ধ লাল-হলুদের শীর্ষকর্তা? শনিবার বারপুজোর দিনে দেবব্রত সরকার যা বললেন তাতে তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ইনভেস্টরদের কথা মেনে লোবেরাকেই সই করানোর চেষ্টা চালিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal Club)। কিন্তু লোবেরা এখনও চিনের ক্লাব সিচুয়ান-এর থেকে নো-অবজেকশন সার্টিফিকেট পাননি।