
পায়রাই জীবন,”অন্য প্রেমী”র খোঁজে ইভিএম নিউজ
সঙ্কল্প দে, ২৭ মার্চঃ(LATEST NEWS) পায়রাই জীবন। হ্যাঁ পায়রাই জীবন। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারী এলাকার বাসিন্দা রঞ্জিত সরকার দীর্ঘ ৩৬ বছর ধরে পায়রা পোষেন। তাঁর কাছে রয়েছে হরেক রকমের পায়রা।শুধু মাত্র শখ কিংবা বিনোদনের জন্য এই ভালোবাসা নয়। ছোটবেলায় এক ব্যক্তিকে পায়রা কিনে আনতে দেখেছিলেন তিনি। জিজ্ঞাসা করেছিলেন,” কি করবেন এই পায়রা গুলি দিয়ে?” তৎক্ষণাৎ সেই ব্যাক্তি