
স্কুলে বন্ধ মিড ডে মিল, রাঁধুনিদের স্বল্প পারিশ্রমিক সঙ্গে নিম্নমানের খাবার প্রদান
ইভিএম নিউজ ব্যুরো, ২০ মার্চঃ সম্প্রতি বাঁকুড়ার লালবাজার বাগদীপাড়া ইন্দ্রা প্রাথমিক বিদ্যালয় ও লালবাজার প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ হয়ে গিয়েছে পড়ুয়াদের মিড ডে মিল পরিসেবা। স্কুলগুলি থেকে পাওয়া সূত্রে জানা গিয়েছে, একসময় এই দুটি স্কুলেই পড়ুয়ার সংখ্যা ছিল ৬০-এর উপরে। আর উক্ত সংখ্যক পড়ুয়ার মিড ডে মিল রান্নার জন্য নিযুক্ত ছিলেন স্কুল পিছু দুজন করে সদস্যা। দুটি স্কুলের জন্যই পৃথক পৃথক