অকাল ‘বৃষ্টি’!দুর্নীতির প্লাবনের ঢেউ এবার আছড়ে পড়ল মুখ্যমন্ত্রীর পরিবারেও
ইভিএম নিউজ ব্যুরো, ১১ই মার্চঃ স্কুল, কলেজ এমনকি সরকারি দফতর, ক্ষমতার অপব্যবহার ও অগণতান্ত্রিক উপায় অবলম্বন করে পার্টির নেতারাই ঠিক করে দিতেন কার চাকরি হবে আর কার হবে না। চৌত্রিশ বছরের বাম জমানায় এমন বেনিয়মের ভুরিভুরি অভিযোগ উঠেছে।আর কমিউনিস্ট শাসনকালে হওয়া এই দুর্নীতির বিরুদ্ধে যাকে সবথেকে বেশী সোচ্চার হতে দেখা যেত তিনি তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।