
বাড়ি নয়, এবার রাজপথে উদ্ধার থরে থরে নোট, আটক স্কুটি আরোহী
মাধব দেবনাথ, ১ লা মার্চঃ রাজ্যে ফের বিপুল বেআইনি নগদ টাকা উদ্ধার। উদ্ধার হওয়া ওই নগদ টাকার পরিমাণ প্রায় ১১ লক্ষ। মঙ্গলবার রাতে নদীয়ার ভীমপুর থানা এলাকার এই ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছেন চাপরা থানার হাটখোলা এলাকার বাসিন্দা আবু জাহিদ মণ্ডল নামে এক ব্যক্তি। ভীমপুর থানার পুলিশের সূত্রে জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে এদিন থানা সংলগ্ন রাস্তায় চলছিল নাকা চেকিং