নেই লিখিত অনুরোধ-অনুমতি, মুখের কথাতেই স্কুলে চলছে কৃষকদের সভা
রাহুল কর্মকার,বাঁকুড়া ২৮ ফেব্রুয়ারিঃ প্রথম থেকে চতুর্থ। স্কুলের চারটি শ্রেণীর জন্য বরাদ্দ রয়েছে চারটি ঘর। অথচ ক্লাস হচ্ছে মাত্র দুটি ঘরে। আর সেই দুটি ঘরেই গাদাগাদি করে বসে লেখাপড়া করছে, কচিকাচা ছাত্রছাত্রীরা। তবে কি বাকি দুটি ঘরে কোনও সংস্কারের কাজ চলছে? মোটেই না। বরং সেই দুটি ঘরের একটিতে চলছে, স্থানীয় কৃষিজীবীদের সভা। আর আরেকটি ঘরে চলছে, সভায় উপস্থিত কৃষকদের জন্য