এবার পুরীর নাটমন্দিরে ফাটলে আতঙ্কিত পুণ্যার্থীরা
ইভিএম নিউজ, ২৩ ফেব্রুয়ারিঃ পুরী তথা ওড়িশা বহু মানুষই বিশ্বাস করেন যে একদিন পুরীর বর্তমান জগন্নাথ মন্দির পরিত্যক্ত হবে। জগন্নাথ, বলরাম সুভদ্রার মূর্তি সরিয়ে নিয়ে যেতে হবে ওই মন্দির থেকে। কথিত আছে, ৪০০ বছর আগে এক সন্ন্যাসী এই ভবিষ্যৎ বানী করে ছিলেন । সেই ভবিষ্যৎ বানী আদৌও কোনদিন সত্যি হবে কি না জানা নেই কারোরই। কিন্তু গত কিছু বছরে এমন