শিয়রে ডার্বি ! হেলদোল নেই ফেরান্দোর
অরূপ পাল, ১৬ ফ্রেব্রুয়ারিঃ আইএসএলে টানা তিন ম্যাচে জয় অধরা মোহনবাগানের। ফিরতি পর্বে হায়দরাবাদ এফসির কাছে হেরেও দলের অবস্থা দেখে কোনো হেলদোল নেই এটিকে-মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর। এমনকি কী ভাবে এমন অবস্থা থেকে দল ঘুরে দাঁড়াবে সেই নিয়েও নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই বাগান কোচের। অথচ পরের দুটি ম্যাচ যথাক্রমে কেরালা ব্লাস্টারস এবং ইমামী ইস্টবেঙ্গলের সঙ্গে। মোহনবাগানের কাছে যেটা ডু অর