
অস্বাভাবিক স্তনের বৃদ্ধি, বিরল রোগ যুবতীর শরীরে
ইভিএম নিউজ ব্যুরো,১১ ফেব্রুয়ারিঃ বর্তমানে আকছার বিরল রোগের খবর সামনে আসে। এবার আরও এক বিরল রোগের সন্ধান দিলেন চিকিৎসকরা। ২৩ বছর যুবতীর স্তনের ওজন নাকি ১১ কেজি।যা স্বাভাবিকের দ্বিগুণ। চিকিৎসকরা জানান বিরল রোগে আক্রান্ত ওই যুবতী। বিরল এই রোগের নাম বাইল্যাটেরাল জেসটেশনাল জাইগ্যানটোমাশিয়া। কী এই রোগ? চিকিৎসকরা বলেন, এই বাইল্যাটেরাল জেসটেশনাল জাইগ্যানটোমাশিয়ার জন্য গর্ভাবস্থায় অস্বাভাবিক হারে স্তনের টিস্যুর বৃদ্ধি হয়।যে