হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু সাদা বাঘিনী ‘বীণা’র
ইভিএম নিউজ ব্যুরোঃ রবিবার থেকেই বন্ধ হয়ে গিয়েছিল খাওয়াদাওয়া। তড়িঘড়ি ঢেকে আনা হয়েছিল ডাক্তার। শুরু হয়েছিল পরীক্ষানিরীক্ষা। সোমবার সেই রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেল, শরীরে মারণ হেপাটাইটিস রোগ ধরা পড়েছে। একসপ্তাহ পরে ফের আরেক সোমবার মৃত্যুর কোলে ঘরে পড়ল, দিল্লির চিড়িয়াখানার বাসিন্দা ১৭ বছরের সাদা বাঘিনী ‘বীণা রানি’। প্রাণিবিজ্ঞানী তথা চিকিৎসকদের মতে একটি সাদা বাঘের আয়ু মোটামুটি ১৪ থেকে