
বেপরোয়া মাছের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক, গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের, ভাংচুর করা হলো গাড়ির কাঁচ,
ইভিএম নিউজ ব্যুরো,মনসারাম কর: ঘাটাল-মাংরুল রাস্তায় বেপরোয়া মাছের গাড়ির দাপটের অভিযোগ দীর্ঘদিনের।শুক্রবার এই রাস্তার গোবিন্দপুরে একটি বেপরোয়া মাছের গাড়ি ধনঞ্জয় সন্ন্যাসী নামে স্থানীয় এক যুবককে ধাক্কা মারলে ওই যুবক গুরুতর আহত হয়ে পড়ে। তারপরেই বেপরোয়া মাছের গাড়িটিকে ঘিরে পথ আটকে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের মুখে ভেঙে দেওয়া হয় গাড়ির সামনের অংশের কাঁচ। প্রায় দুশো পুরুষ মহিল সামিল হন