আসছে গরম, নড়াচড়া বাড়ছে কোচবিহারের শীতলপাটির পাড়ায়
শীতলপাটি বাংলার সুপ্রাচীন এক কুটিরশিল্প। একসময় বিশ্বজুড়ে ছিল এর খ্যাতি। এটি একধরনের মেঝেতে পাতার আসন বা গালিচা। মুক্তা বা পাটি বেদ বা মস্তক নামক গুল্মজাতীয় উদ্ভিদের ছাল থেকে তৈরি হয়। শীতলপাটি নামের মধ্যেই রয়েছে এর উপকারিতা। গ্রীষ্মের হাঁসফাঁস করা সময়ে শরীরে ঠান্ডার পরশ এনে দেয় এই শীতলপাটি। যে কারণে গরমকালে বাংলার বিশেষত গ্রামাঞ্চলের বাড়িতে বিছানার চাদরের উপর এই পাটি বিছিয়ে