
সাবধান! গুলি আর মানুষ খেয়েও নীলনদ সন্ত্রস্ত করে রেখেছে গুস্তাভ
পৃথিবীর দীর্ঘতম নদীতে তার বাস। নাম গুস্তাভ। সে এতো ভয়ঙ্কর যে একাই নীল নদের জল রক্তে লাল করে দেওয়ার ক্ষমতা রাখে। ইতিমধ্যেই প্রায় শতিনেক মানুষ গিলে খেয়েছে সে। আসলে গুস্তাব এক দৈত্যাকার কুমীর। আর এটিই নাকি গোটা আফ্রিকা মহাদেশের সবথেকে বড় সরীসৃপ। প্রায় ২০ ফুট লম্বা। ওজন ৯০০ কেজিরও বেশি অর্থাৎ প্রায় এক টন। ১৯৮৭ সালে প্রথম খবরের শিরোনামে আসে।