
নিয়ন্ত্রিত স্পর্ধায় নগরীতে জনজোয়ার, ‘সম্প্রীতি-বিরোধী’ তকমা দিতে ব্যর্থ শাসক
নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ আগেই সুর চড়িয়েছিলেন, ফুরফুরাশরিফের তিন তিনজন পীরজাদা। আর তাদের সেই কলকাতা অচল করে দেওয়ার অভিযানে সাড়া দিয়ে, বুধবার সকাল থেকেই ভিড় ক্রমে ক্রমে থিকথিকে শুরু করল, শিয়ালদহ স্টেশনে। পাশাপাশি ভাঙড়ের নানা এলাকা থেকে মিছিল জড়ো হয়ে এগতে শুরু করল ধর্মতলার রানী রাসমণি অ্যাভেনিউয়ের দিকে। গত রবিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালায়, আই এস এফ এর পতাকা উত্তোলনকে