
‘সঙ্ঘের সুভাষ-স্মরণে প্রশ্ন অনিতার’
নেতাজির জন্মজয়ন্তী পালন করল আরএসএস। আর অনুষ্ঠান কে ঘিরে ফের সরব হলেন নেতাজি কন্যা অনিতা বোস পাফ। বক্তব্য রাখলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবৎ। কলকাতার শহিদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করে আরএসএস। অনুষ্ঠানে মোহন ভগবৎ বলেন ,নেতাজির কাজের সঙ্গে সংঘের কাজের কোথাও একটা মিল রয়েছে।এর আগে সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে আরএসএস রচিত একটি গানও গাওয়া হয়। মোহন ভগবৎ