শিক্ষা দানের বদলে মাথার উকুন বাছানো, অভিযুক্ত প্রধান শিক্ষিকা
শিক্ষাঙ্গন বা বিদ্যালয় পরিষ্কার করতে বললে তাও নয় কথা ছিল। তাই বলে মাথার উকুন! মাস্টারমশাই বা দিদিমণির ফাই ফরমাশ খাটাটা এতদিন পর্যন্ত একরকম শিক্ষার অঙ্গ বলেই ধরে নেওায়া হত। এমনটাই ধরে নিতেন ক্যানিংয়ের পূর্ব হলাপাড়া শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের বাবা মায়েরা। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙল যখন তাঁরা জানতে পারলেন এই শিশুশিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা শিক্ষা দানের বদলে, পড়ুয়াদের দিয়ে তাঁর চুলের