Basirhat TMC leader left his designation
ব্যুরো নিউজ, ২৯ মার্চ: লোকসভা ভোটের আগেই শয়ে শয়ে নির্দল পার্টির কর্মী সমর্থকরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই ছবি লক্ষ করা গেল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি অঞ্চলে। 
মেগা রোড শোয়ে নজর কাড়লেন কঙ্গনা রানাউত

তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির চেয়ারম্যান খগেশ্বর রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন নির্দল পঞ্চায়েত সদস্য মাধবী রায়। একই সঙ্গে মাধবী রায়ের দু'শোরও বেশি অনুগামীরা এদিন তৃণমূলে যোগদান করেন। 
Advertisement of Hill 2 Ocean
প্রসঙ্গত, গত বছর পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে বহু তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ হয়ে নির্দলের প্রার্থী হয়েই ভোটে লড়েছিলেন। কিছু জায়গায় জয়লাভ করলেও অভিযোগ ওঠে বোর্ড গঠনের সময় দল ভাঙ্গিয়ে কিছু নির্দলকেই তৃণমূলে ফিরিয়ে আনে। মনে করা হচ্ছে, এবার অন্যান্য নির্দলদের ঘরে ফেরানোর পন্থা নিয়েছে শাসক দল। 

শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালিতে তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির চেয়ারম্যান খগেশ্বর রায়ের হাত ধরে নির্দল পঞ্চায়েত সদস্য মাধবী রায়-সহ তার ২০০-এরও বেশি অনুগামীরা তৃণমূলে যোগদান করে।
এদিন তৃণমূলে যোগ দিয়ে মাধবী রায় বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন মিটে গিয়েছে। লোকসভা নির্বাচনে আগে তৃণমূলে ফিরে এলাম। এবার তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে লড়ব। আমাদের বিশ্বাস আমাদের প্রার্থী নির্মল চন্দ্র রায় বিপুল ভোটে জয়ী হবেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর