17yr old girl hospitalized after hair treatment

ব্যুরো নিউজ, ১লা জানুয়ারী ২০২৬ :  চুল সোজা করার (Hair Straightening) শখ পূরণ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন জেরুসালেমের এক ১৭ বছর বয়সী কিশোরী। স্থানীয় শারে জেদেক মেডিকেল সেন্টারের রিপোর্ট অনুযায়ী, কেমিক্যাল ট্রিটমেন্টের প্রভাবে ওই কিশোরীর দুটি কিডনিই সাময়িকভাবে অকেজো হয়ে পড়েছিল। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকদিন হাসপাতালের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগে চিকিৎসার পর গত সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

উপসর্গ ও শারীরিক অবস্থা

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিউটি পার্লারে গিয়ে চুল সোজা করানোর কয়েক দিন পরেই ওই কিশোরী অসুস্থ বোধ করতে শুরু করেন। তীব্র মাথাব্যথা, ক্রমাগত বমি হওয়া এবং অসহ্য মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে তাকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তিনি ‘অ্যাকিউট কিডনি ইনজুরি’ (AKI) বা হঠাৎ কিডনি বিকল হওয়ার শিকার হয়েছেন। তবে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার পর এখন তার অবস্থা স্থিতিশীল।

Madhyamgram Kidney Transplant : উত্তর ২৪ পরগণার মুকুটে নতুন পালক: মধ্যমগ্রামের হাসপাতালে ২২ বছরের যুবকের সফল কিডনি প্রতিস্থাপন

এক মাসের ব্যবধানে দ্বিতীয় ঘটনা

মর্মান্তিক বিষয় হলো, এই হাসপাতালে গত এক মাসে এটি দ্বিতীয় একই ধরণের ঘটনা। এর ঠিক এক মাস আগেই ২৫ বছর বয়সী এক তরুণী একইভাবে হেয়ার স্ট্রেইটেনিং করানোর পর কিডনি ফেইলিওর নিয়ে ভর্তি হয়েছিলেন। বারবার একই ধরণের ঘটনা ঘটায় উদ্বিগ্ন চিকিৎসকরা।

কেন বিকল হচ্ছে কিডনি?

শারে জেদেক মেডিকেল সেন্টারের নেফ্রোলজি ইনস্টিটিউটের প্রধান প্রফেসর লিন্ডা শাভিট এবং ডক্টর অ্যালন বেনায়া এই বিষয়ে একটি দীর্ঘমেয়াদী গবেষণা চালিয়েছেন। তাদের মতে, চুল সোজা করার এই প্রসাধনীগুলোতে ‘গ্লাইঅক্সিলিক অ্যাসিড’ (Glyoxylic Acid) নামক এক বিপজ্জনক রাসায়নিক থাকে।

  • বিপাক ক্রিয়া: এই অ্যাসিড মাথার ত্বকের মাধ্যমে রক্তে মেশে এবং শরীরে গিয়ে অক্সালেট (Oxalate) তৈরি করে।

  • ক্ষয়ক্ষতি: এই অক্সালেট কিডনির সূক্ষ্ম নালীতে স্ফটিক আকারে জমা হয়, যা কিডনির স্বাভাবিক ছাঁকন প্রক্রিয়া বন্ধ করে দেয়।

গবেষণায় উঠে আসা ভয়াবহ তথ্য

প্রফেসর শাভিটের ২০২৩ সালের একটি গবেষণাপত্রে দেখা গেছে, ১৪ থেকে ৫৮ বছর বয়সী অন্তত ২৬ জন সুস্থ নারী একইভাবে হেয়ার স্ট্রেইটেনিং প্রসাধনী ব্যবহার করে কিডনি বিকল হওয়ার শিকার হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় গ্লাইঅক্সিলিক অ্যাসিড যুক্ত কয়েক ডজন প্রসাধনীর লাইসেন্স ইতিপূর্বেই বাতিল করেছে।

Kolkata Metro Rail : মেট্রো রেলের পরিকাঠামোয় কিডনি চিকিৎসার বিপ্লব, টালিগঞ্জে চালু হলো সহজলভ্য উন্নত স্বাস্থ্য পরিষেবা !

বিশেষজ্ঞদের পরামর্শ

চিকিৎসকরা সাধারণ মানুষ ও হেয়ার ড্রেসারদের সতর্ক করে দিয়ে বলেছেন:

১. ত্বক থেকে দূরত্ব: স্ট্রেইটেনিং ক্রিম কখনোই সরাসরি মাথার স্ক্যাল্প বা চুলের গোড়ায় লাগানো যাবে না। অন্তত ১.৫ সেন্টিমিটার দূরত্ব বজায় রাখতে হবে।

২. অতিরিক্ত তাপ বর্জন: ক্রিম মেখে খুব বেশি তাপ প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে, কারণ এতে ত্বকের শোষণ ক্ষমতা বেড়ে যায়।

৩. অনুমোদিত পণ্য: কেবল সরকারিভাবে লাইসেন্সপ্রাপ্ত ও পরীক্ষিত পণ্যই ব্যবহার করা উচিত।

আপাতত ওই কিশোরী সুস্থ থাকলেও তাকে নিয়মিত হাসপাতালের আউটপেশেন্ট বিভাগে ফলোআপ চেকআপের মধ্যে থাকতে হবে। ফ্যাশনের খাতিরে ব্যবহৃত রাসায়নিকের এমন ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এখন সারা দেশেই আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর