ব্যুরো নিউজ,৩১ মার্চ : সারাদেশে পবিত্র ইদ-উল-ফিতর উদযাপন হচ্ছে আনন্দ ও ধর্মীয় ভাবগম্ভীর্যের সঙ্গে। রাজস্থানের জয়পুরেও সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইদের নমাজ আদায় করা হয়। তবে এই ইদের সকালে এক অনন্য দৃশ্য নজর কাড়ে সবার।সোমবার সকালে জয়পুরের দিল্লি রোডে অবস্থিত ইদগাহে হাজারো মুসলমান নমাজে অংশ নেন। সেই সময় কিছু গেরুয়া পরিহিত ব্যক্তিরা নমাজরতদের ওপর ফুল বর্ষণ করেন। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেয় হিন্দু-মুসলিম ঐক্য কমিটি। গোলাপের পাপড়ি ঝরিয়ে তাঁরা শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দেন।
কলকাতা মেট্রোর ইতিহাসে নতুন অধ্যায়: বিমানবন্দরে নেমেই মেট্রো!
সম্প্রতি ‘রাস্তায় নমাজ’ নিয়ে ভারতে বিতর্ক ছড়িয়ে পড়েছিল। উত্তরপ্রদেশে ঘোষণা করা হয়েছিল, নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তায় নমাজ পড়া যাবে না। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। এমনকি পাসপোর্ট ও লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দেওয়া হয়।
লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান
এই কঠোর অবস্থানের মধ্যেও জয়পুরের সম্প্রীতির দৃশ্য গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। যেখানে একদিকে কড়া নিরাপত্তার মধ্যে ইদের নামাজ আদায় হয়, অন্যদিকে গেরুয়া পোশাক পরিহিত ব্যক্তিরা শান্তির বার্তা দিয়ে ফুল বর্ষণ করেন।এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সম্প্রীতি ও সহাবস্থানের এই ছবি এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।