ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: ৪০০ বছরের পুরনো কালনার পাথুরিয়া মহল জয় দুর্গা বাড়ির পূজা
কালনার বালির বাজারের জমিদার চ্যাটার্জি বাড়িতে পূজিত হতেন মা দুর্গা। বাড়ির পুজোর দ্বায়িত্ব পুরোহিতের হাতে দিয়ে এক বিশেষ কাজে আড়িয়াদহে চলে যান জমিদাররা। সেই সময়ের পর থেকে প্রায় ৪০০ বছর ধরে কালনার পাথুরিয়া মহল জয় দুর্গা বাড়িতেই পূজিত হন মা দুর্গা।
এখনও সিকিমে যেতে পারবেন পর্যটকরা | বিজ্ঞপ্তি পর্যটন বিভাগের
তবে এই পুজোর বিশেষত্ব এই যে, দশমীতে বিসর্জন করা হয় না দেবী দুর্গার। পুজোর চার দিন ছাড়াও সারা বছরই এখানে পুজো ও নিত্যসেবা হয়ে থাকে। তবে শুধুই দেবী নন, এখানে মা দুর্গাকে বাড়ির মেয়ে। সেই কারণেই বিসর্জন হয় না মা দুর্গার। তবে মায়ের বিসর্জন না হলেও রীতি মেনে করা হয় কলা বউয়ের বিসর্জন। প্রায় ৪০০ বছর ধরে এইভাবেই কালনার পাথুরিয়া মহল জয় দুর্গা বাড়িতে পূজিত হয়ে আসছেন মা।
শুধু বাড়ির মহিলা-পুরুষরাই নন স্থানীয়রাও এই পুজো নিয়ে বেশ ব্যাস্ত থাকেন পুজোর কয়েক দিন। অন্যান্য রাজ্য থেকেও পুজোয় যোগদেন আত্মীয়-পরিজনরা। মহা ধুম-ধামের সঙ্গে পালিত হয় এই পুজো। আনন্দে মেতে ওঠে এলাকাবাসীরাও। এমনকি পুজোর কটা দিন বাড়ি ছেড়ে অন্যত্র কথাও ঠাকুর দেখতে যান না বলেও জানায় পরিবারের নতুন প্রজন্ম। ইভিএম নিউজ