৭৮ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার বড় চমক রাজধানী দিল্লিতে । অনুষ্ঠানে প্রথমবার অংশ নেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এল সি এইচ অর্থাৎ লাইট কমব্যাট হেলিকপ্টার ‘প্রচন্ড’। সবচেয়ে বড় ড্রোন শো দেখা যাবে এবারের অনুষ্ঠানে। ড্রোন শো -টি দেখা যাবে বিটিং দ্য রিট্রিটে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এবছরে ড্রোন শো-তে অংশ নেবে সাড়ে তিন হাজার ড্রোন। গতবার ছিল এক হাজার ড্রোন। ২৩ জানুয়ারি থেকেই অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়ে যাবে এবং অনুষ্ঠানটি শেষ হবে ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে। ২৯ জানুয়ারি বিটিং দ্য রিট্রিট হবে। ওই অনুষ্ঠানে ফ্লাই পাস্টে অংশ নেবে ‘প্রচন্ড’ হেলিকপ্টার ।এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এলসিসি। তবে এবার দর্শকদের জন্য আসন সংখ্যা কমবে বেশ খানিকটা। এবারে আসন সংখ্যা ৩২ হাজার। করোনার আগে দর্শক আসন থাকতো প্রায় এক লক্ষের মত। আসন পেতে অনলাইনে টিকিট বুকিং করা যাবে মোবাইল ফোনেও। বুকিং এর ফর্মটিতে উল্লেখ করতে হবে বাড়ির ঠিকানা সহ যাবতীয় তথ্য।