ইভিএম নিউজ ব্যুরো, ১ লা মার্চঃ একজন স্ত্রী থাকাকালীনই আরও দুই মহিলাকে বিয়ে করেছিলেন, গুণধর স্বামী। তবে এখানেই শেষ নয়। এক স্ত্রীর ১৫ বছরের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ আর শারিরীক অত্যাচার চালানোরও অভিযোগ উঠেছিল, ওই গুণধর বাবার বিরুদ্ধে। সহ্য করতে না পেরে প্রথমে নিজের সৎমাকে বাবার সেই কুকীর্তির কথা জানায়, অসহায় নাবালিকা। কিন্তু তারপরেও বাবার হুঁশ না ফেরায়, গত ২০১৮ সালের ৯ ই জানুয়ারি কার্শিয়াং থানায় লিখিত অভিযোগ দায়ের করে, ১৫ বছরের ওই মেয়ে। বাবাকে গ্রেফতার করে পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা শুরু করে পুলিশ। চার্জশিট পেশের পর শুনানিও শুরু হয় ওই বছরই। শেষপর্যন্ত ৫ বছর পর মামলার রায় দিল, কার্শিয়াংয়ের অতিরিক্ত দায়রা এবং বিশেষ আদালত। মামলাকারী নাবালিকার তরফে সরকারি আইনজীবী রমেশ আগরওয়াল মঙ্গলবার জানিয়েছেন, নাবালিকা কন্যাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত বাবার ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন, বিশেষ পকসো আদালতের বিচারক।

মঙ্গলবার মামলাটির চূড়ান্ত রায় দিতে গিয়ে, অভিযুক্ত ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানাও করেন, কার্শিয়াংয়ের বিশেষ পকসো আদালতের বিচারক।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর