ইভিএম নিউজ ব্যুরো, ৮ মার্চঃ আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব।কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লীতে তাঁর নিজ বাসভবনে মেতেছেন এই উৎসবে।তাঁর সঙ্গে দেখা গিয়েছে কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার মন্ত্রী কিরেন রিজিজু ও বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্করকেও।
প্রতিরক্ষা মন্ত্রীর আমন্ত্রণে সারা দিয়ে উৎসবে সামিল হয়েছেন আমেরিকার বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ড। বাকি সকলের মতো জিনাও এদিন মেতে উঠেছিলেন রঙের উৎসবে। হোলি উদযাপনের পর মধ্যাহ্নভোজেরও আয়োজনও ছিল।হোলি উৎসবের মাধ্যমেই অ্যামেরিকাকে এক বার্তাও দেওয়া গেলো- তা হল বন্ধু হিসেবেই রাশিয়ার পাশাপাশি আমেরিকার দিকেও হাত বাড়িয়ে রেখেছে ভারত।
 
				
 
								 
								 
								 
								
















