ইভিএম নিউজ ব্যুরো, ৩০ জুনঃ (Latest News) আজ ৩০ শে জুন। ১৮৫৫ সালের এই ৩০ শে জুন প্রকৃতপক্ষে ঘটেছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের প্রথম সংঘবদ্ধ স্বাধীনতা সংগ্রাম। সাঁওতাল বিদ্রোহ বা হুল

তবে এই বিদ্রোহ শুধু ইংরেজ শাসকদের বিরুদ্ধেই ছিল না, ছিল তাদের তাঁবেদার অত্যাচারী শোষক জমিদারদের বিরুদ্ধেও। আর এই বিদ্রোহের নেতৃত্ব দেন দুই ভাই সিধো মুর্মু ও কানহো মুর্মু। তাদের আরো দুই ভাই চাঁদ মুর্মু ও ভৈরব মুর্মুও সঙ্গী ছিলেন এই আন্দোলনে।

কয়েকজন বিশ্বাসঘাতক সিধোকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। ধরা পড়েছিল কানহোও। দুজনকেই হত্যা করেছিল পুলিশ। প্রায় ১০ হাজার সাঁওতাল সেই বিদ্রোহে যোগ দিয়েছিলেন, লড়াই করেছিলেন। কিন্তু তীর ধনুকের মতো প্রাচীন অস্ত্র নিয়ে ব্রিটিশদের গুলি বন্দুকের বিরুদ্ধে হেঁটে উঠতে পারেননি।

সাঁওতাল বিদ্রোহ দমন হয়েছিল। কিন্তু ধাক্কা পৌঁছেছিল ব্রিটিশ শাসকদের দরবারে। এরপর জমিদার- বর্গাদারদের যথেচ্চাচার বন্ধ করতে বেশ কিছু পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল ভারতের তৎকালীন ব্রিটিশ শাসকরা।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর