ইভিএম নিউজ ব্যুরো, ৩০ জুনঃ (Latest News) শিক্ষকদের যুগ কি শেষের পথে? হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আসা একটি খবর কিন্তু বেশ ভাবিয়ে তুলেছে শিক্ষক মহলকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কম্পিউটার সায়েন্স কোর্সে শিক্ষক হিসেবে ChatGPT-এর ক্ষমতা সহ একটি AI চ্যাটবট নিয়োগ করার পরিকল্পনা করেছেন।
আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি তার কোডিং প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) -র অগ্রগতি করছে। বিশ্ববিদ্যালয়টি তার বিখ্যাত কম্পিউটার সায়েন্স ৫০ ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স (CG50) কোর্সে একজন প্রশিক্ষক হিসাবে ChatGPT-এর ক্ষমতা সহ একটি AI চ্যাটবট নিয়োগ করবেন। আর এই রোবট অধ্যাপক ক্লাসে ছাত্রদের পড়ানো শুরু করবে আগামী সেপ্টেম্বর মাস থেকেই। পরীক্ষামূলকভাবেই এটা করা হবে, দেখা হবে চ্যাটবটের কতটা দক্ষতা রয়েছে অধ্যাপনা করার মত।
সেই পরীক্ষায় যদি চ্যাটবট পাশ করে যায় অর্থাৎ সে যদি ভালোভাবে অধ্যাপনা করতে পারে তাহলে ভবিষ্যতে অন্যান্য বিষয়ের জন্যও এরকম চ্যাটবট অধ্যাপক তৈরির কাজে হাত দেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পৃথিবী বিখ্যাত মেসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকদের সঙ্গে এ ব্যাপারে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর যদি দেখা যায় যে এই চ্যাটবট ঠিকভাবে অধ্যাপনা করতে পারছে না, তাহলে তার ক্ষমতা ও বুদ্ধিবৃত্তির উন্নতির জন্য আর গবেষণা হবে, আরও সেটাও হবে এম আই টির গবেষণাগারেই।(EVM News)