ইভিএম নিউজ ব্যুরো, ২৩ জুনঃ (Latest News) হাতিঘিসায় আদিবাসী যুবকের মৃত্যুর পর বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
এদিন মৃত ব্যক্তির বাড়িতে পরিদর্শন করার পর মৃতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে ভাঙচুর হওয়ায় এলাকায় পরিদর্শন করে গৌতম দেব জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে পর ঘটনাস্থলে এলাম। ২০টি বাড়ি ভেঙেছে ও ৩টি বাড়ি আগুন ধরানোর ঘটনা ঘটেছে। সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। পুলিশ কাজ করছে। পিকেটিং রয়েছে। এদিন গৌতম দেবের পরিদর্শন চলাকালীন কান্নায় ভেঙে পড়েন গোটা গ্রাম। (EVM News)