ইভিএম নিউজ ব্যুরোঃ আজকাল মানুষের নতুন এক ট্রেন্ড। বাড়িতে রেঁধেই হোক বা বাইরে কোনও রেস্তোরাঁয়  বানানো খাবার  খেয়ে সোশ্যাল মিডিয়ায় দর্শকের মধ্যে প্রচার করা অর্থাৎ ব্লগ চ্যালেনের মাধ্যমে খাবারের প্রচার করা। নিজেকে সকলেই চান নতুন ভাবে তুলে ধরতে। তাই বলে শেষমেশ কি না হাঙ্গর! ঠিকই শুনেছেন -লুপ্তপ্রায় হাঙ্গর রান্না করে খাওয়ার অপরাধে ১৫ লক্ষ টাকা জরিমানা হল চিনের এক ব্লগারের। তার নাম জ্যঁ মউমউ।

কোটি কোটি খাবার ‘ব্লগ’ চ্যানেলের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে দর্শকদের নতুন নতুন পদের জোগান  দিতে হয় ব্লগারদের। কিন্তু প্রতিদিন এমন নতুন নতুন ভাবনা ভাবাও তো সহজ নয়। ফলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ বেছে নেন প্রতিযোগী। ঠিক যেমন নিয়েছিলেন চিনের বাসিন্দা জ্যঁ মউমউ। ফলে তাঁকে বন্যপ্রাণ হত্যার অপরাধে জরিমানা দিতে হয় প্রায় ১৫ লক্ষ টাকা।

সোশ্যাল মিডিয়ায় এমনই সব অভাবনীয় পদ রান্না করেন তিনি, যা খেয়ে ভক্তরাও নালে ঝোলে একাকার।রোজ নানান ধরনের নতুন নতুন  রান্না করতে করতে রান্না করে ফেললেন একটি আস্ত হাঙর।পুরো এই ঘটনাটি রেকর্ড করেন।পরে সেটি  দর্শকদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিজের ইউটিউব  চ্যানেলে পোস্টও করেন তিনি। ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই ছড়িয়ে পরে বিভিন্ন দেশে।

উল্লেখ, এটি হল লুপ্তপ্রায়  সাদা হাঙর।যেটি ধরলে হয় বড় অংকের জরিমানা। আর ঠিক সেই  অভিযোগ ওঠল ওই  চিনা মহিলার বিরুদ্ধে। কেবল মাত্র তা-ই নয়, রান্না করার আগে ওই হাঙরটির সঙ্গে নানা রকম ভঙ্গিতে ছবি তুললে দেখা যায় মহিলাটিকে। এবং সেটি  সমাজমাধ্যমে পোস্টও করেন তিনি।হাঙ্গরের  পেটে গেলে নয় কথা ছিল।তবে হাঙ্গর পেটে গিয়ে যে শাস্তির খাঁড়া নামিয়ে আনবে টা স্বাপ্নেও ভাবেননি জ্যঁ মউমউ। কে যেন বলে ছিল না ‘পেটে খেলে পিঠে সয়।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর