ইভিএম নিউজ ব্যুরো, ১০ অগাস্টঃ (Latest News) গতকাল সারাদিন ছিল ধূসর মেঘে ঢাকা। বৃষ্টির নামমাত্রই ছিল না। ক্ষণিকের জন্য কোথাও কোথাও বর্ষণ হয়েছে গতকাল। তাপমাত্রা থেকেছে স্বাভাবিকের কাছাকাছি।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েক জায়গায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরতলিতে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস।
আজকের পর আগামী কয়েকদিনও কলকাতা ও শহরতলিতে বৃষ্টি জারি থাকতে পারে। আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা অবশ্য কমতে পারে শহরের আশেপাশে। আগামী কয়েকদিনে তাপমাত্রার বড়সড় কোনও হেরফের হবে না। তবে তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচেই থাকবে। এদিকে আজ কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ও আশেপাশের বাকি জেলাগুলিতে আগামী দু’দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। (EVM News)




















