ইভিএম নিউজ ব্যুরো, ২৯ জুলাইঃ(Latest News) তৃণমূলকে ভোট না দেওয়ায় ভাত খাওয়া বন্ধ? শুনে বিস্ময়কর মনে হলেও এমনই ঘটনা ঘটেছে বলে অভিযোগ হাওড়া শ্যামপুরে। এক দম্পতির অভিযোগ, তিনি এইচআইভি আক্রান্ত, ২০১২ সালে চিকিৎসার জন্য মুম্বাই গিয়েছিলেন । চার বছর চিকিৎসার পর তিনি পুনরায় ফিরে আসেন হাওড়ায়। আর্থিক অনটনের কারণে পশ্চিমবঙ্গ সরকারের ‘সহায় প্রকল্প’-এর জন্য আবেদন করলে, সরকারের পক্ষ থেকে দু’বেলা খাওয়ার ব্যবস্থা করা হয়।

দম্পতি জানান, এই প্রকল্পের সুবিধা পেতে তাকে সাহায্য করেছিলেন এক স্থানীয় বিডিও। কিন্তু পঞ্চায়েতে তৃণমূলকে ভোট দেননি এই কথা জানাজানি হতেই , স্থানীয় তৃণমূল নেতা জুলফিকার আলি তাঁর খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দম্পতির আরো অভিযোগ, এই স্থানীয় তৃণমূল নেতা বাড়িতে এসে তাকে হুমকি দিয়ে যায়, যে দলকে ভোট না দেওয়ায় আজ থেকে তোমার ভাত বন্ধ থাকবে।

আর এই ঘটনা জানাজানি হতেই গোটা হাওড়া জুড়ে শোরগোল পড়ে যায়। যদিও ওই তৃণমূল নেতা তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনা শোনার পর প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর