ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুলাইঃ (Latest News) বর্তমানে পরিবেশ দূষণ কমাতে বিশুদ্ধ জ্বালানি চালিত যানবাহনের ওপর জোর দিচ্ছে সরকার। আর সেই ভাবনাকেই বাস্তবায়িত করতে ভারতবেঞ্জরিলায়েন্স গোষ্ঠীর যৌথ উদ্যোগে লঞ্চ হল বিশ্বের প্রথম হাইড্রোজেন ইন্টারসিটি বাস। বাসটি একবার জ্বালানি  ভরলে  ৪০০ কিলোমিটার চলার ক্ষমতা রাখে। যা একটি বিলাসবহুল কোচ স্টাইলে হাইড্রোজেন জ্বালানি চালিত বাস। এবং ৩০০ হর্সপাওয়ার শক্তি তুলতে পারে দাবি করেছে গাড়িটির  প্রস্তুতকারী সংস্থা।

সম্প্রতি গোয়ার তালেইগাওতে ভারতের জি20 প্রেসিডেন্সির অধীনে চতুর্থ এনার্জি টার্নজিসন ওয়ার্কিং গ্রুপের বৈঠকে সামনে আনা হয় বিষয়টি। বাসটি আগামী ১২ মাস  পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই এমন একটি হাইড্রোজেন ইন্টারনাল কমবাসন ইঞ্জিন ট্রাক নিয়ে এসেছিল অশোক লেল্যান্ড। আর সেই দূরে থেমে থাকেনি টাটা গ্রুপও। তাই হাইড্রোজেন চালিত বাস চালানোর জন্য কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেটও পেয়েছে টাটা গ্রুপ। আর এই মর্মের টাটার সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

জানা গিয়েছে, ভবিষ্যতে এই ক্ষেত্রে আরও অভাবনীয় কাজ করতে চায় রিলায়েন্স এবং ভারতবেঞ্জ হাইড্রোজেন চালিত ইঞ্জিনের ক্ষেত্রে আর কী কী গবেষণা দরকার তার উপর কাজ করবে দুই সংস্থা সবমিলিয়ে দূষণ কমাতে কোমর বেধে নেমেছে ভারতের বড় বড় সংস্থাগুলি।

ভারতে ব্যাটারি বা ইথানল চালিত গাড়ি লঞ্চ হলেও এখনও পর্যন্ত হাইড্রোজেন চালিত ব্যবহার পুরো দমে শুরু হয়নি। তাই আগামীদিনে আন্তঃরাজ্য ভ্রমণের জন্য হাইড্রোজেন চালিত যানবাহনের সংখ্যা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর