ব্যুরো নিউজ, ৩ সেপ্টেম্বর: হাইকোর্টে চাপ বাড়ছে অভিষেকের! লিপ্স অ্যান্ড বাউন্ডস কোম্পানির কম্পিউটারের ১৬টি ফাইল কলকাতার কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ইডির অফিসার মিথিলেশ কুমার মিশ্র ও লালাবাজরের সাইবার ক্রাইম থানার অফিসার অমিতাভ সিংহ রায় ওই ফাইলগুলির প্রতিলিপি সেখান থেকে নিয়ে আসবেন। সেখানকার বিশেষজ্ঞ যে রিপোর্ট দেবেন সেই রিপোর্ট আদালতে নিয়ে আসবেন ওই দুই অফিসার। ইডি রিপোর্ট পেশ করবে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
আগামী সোমবার বিকেল সাড়ে ৪টায় এই মামলার পরবর্তী শুনানি। ইডির ই সি আই আর (ECIR) খারিজে কলকাতা হাইকোর্টে ফের দারস্ত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় এই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
কোর্টে কেন বারবার রক্ষা কবজ চাইছেন অভিষেক? কীসের ভয়?
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ওই রিপোর্টের ওপর নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের রায় ঘোষণা নির্ভর করবে। প্রয়োজনে আদালত রায় ঘোষণা পিছিয়েও দিতে পারে।
নিয়োগ দুর্নীতির এই মামলা থেকে নিষ্পত্তি চেয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্ধ্যোপাধ্যায়। আপাতত রায় ঘোষণার দিন স্থগিত রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। ইভিএম নিউজ