ইভিএম নিউজ ব্যুরো, ১০ ফেব্রুয়ারিঃ চুরি করে রেহাই পাওয়া গেল না। শেষমেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৯১১ জন গ্রুপ-ডি কর্মীর চাকরির সুপারিশ বাতিল করলো স্কুল সার্ভিস কমিশন। বেআইনি ভাবে ঘুরপথে এই ১৯১১জন গ্রুপ-ডি কর্মী যে চাকরি পেয়েছিলেন তা মামলা চলাকালীন সিবিআই তদন্তে পরিষ্কার হয়ে যায়। শেষমেশ হাইকোর্টের হস্তক্ষেপেই এই ১৯১১ জনের চাকরির সুপারিশ বাতিল করলো এসএসসি।
বৃহস্পতিবার এসএসসি কলকাতা হাইকোর্টে জানিয়েছিল ২৮১৯ জনের ওএমআর শিটে গরমিল করা হয়েছিল। এই ২৮১৯জনের মধ্যে চাকরির সুপারিশ পেয়েছিলেন ১৯১১ জন। এই ১৯১১ জনেরই চাকরির সুপারিশ পত্র বাতিল হল হাইকোর্টের নির্দেশে।
এই ১৯১১জনের জায়গায় কাদের কীভাবে নিয়োগ করা হবে তা শুক্রবার জানিয়েছেন এসএসসি সভাপতি সিদ্ধার্থ মজুমদার। ওয়েটিং লিস্ট থেকে যোগ্য প্রার্থীদের কাউন্সেলিং করে তালিকা তৈরি করা হবে। সেই তালিকা এসএসসি ওয়েবসাইটে আপলোড করা হবে। এই কাজ সম্পূর্ণ করতে কলকাতা হাইকোর্ট তিন সপ্তাহ সময় দিয়েছে এসএসসিকে।