ইভিএম নিউজ ব্যুরো, ১৫ জুলাইঃ (Latest News) হলিউডে ধর্মঘট (Hollywood Strike)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সত্যিই ধর্মঘট হচ্ছে হলিউডে। এর আগেও হয়েছে, তবে এবার বেশ ব্যাপক আকারে হচ্ছে।গত চল্লিশ বছরে এটি হলিউডের সব থেকে বড় কর্মবিরতি। চিত্রনাট্যকারদের সঙ্গে যোগ দিলেন অভিনেতারাও।বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে এই ধর্মঘট। ‘দ্য স্ক্রিন অ্যক্টর্স গিল্ড’ সংগঠনের তরফ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নায্য বেতন ও উন্নততর কাজের পরিবেশের দাবিতে বৃহৎ প্রতিষ্ঠানগুলির সঙ্গে বৈঠকে বসার দাবি করেছে এই সংগঠন। এ ছাড়াও এই মুহূর্তে সব থেকে বড় আশঙ্কা ‘এআই’(আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) এর ব্যবহার নিয়ে।
এই প্রসঙ্গে প্রায় এক লাখ ৬০ হাজার অভিনেতা অভিনেত্রী এই দাবি্কে সমর্থন জানিয়েছেন। প্রায় একই দাবি ছিল সেখানকার চিত্রনাট্যকারদের। তাঁরা তাঁদের দাবি দাওয়া নিয়ে প্রথমে বিভিন্ন প্রযোজনা সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন এবং তা ফলপ্রসূত না হলে শেষমেশ কর্মবিরতির কথা ঘোষণা করেন।
এই প্রসঙ্গে আন্দোলনকারীদের অন্যতম সংগঠন ‘এসএজি(SAG)-এএফটিআরএ'(AFTRA)-এর প্রেসিডেন্ট ফ্রান ডেকার সাংবাদিক বৈঠক করে বলেছেন, ‘মেশিনের ব্যবহার আমাদের একদিন না একদিন ধ্বংস করে দেবে। এটাই সেই ঐতিহাসিক মুহূর্ত সত্যের মুখোমুখি হওয়ার। এখন যদি আমরা একজোট না হতে পারি, তবে ভবিষ্যতে আমাদের বিরাট বিপদ রয়েছে।’
পাশাপাশি হলিউডের বড় স্টুডিয়োগুলি তাদের শুটিং-এর সময়সীমা নতুন করে সাজাতে শুরু করেছে। অচলাবস্থা যদি তাড়াতাড়ি না কাটে, বড় ব্যানারের বহু ছবির মুক্তি আটকে যাবে এবং পিছিয়ে যাবে। আন্দোলনকারীরা এর আগেই জানিয়ে দিয়েছেন, ধর্মঘটের প্রভাব শুধুমাত্র আমেরিকাতেই নয়, অন্যান্য দেশেও এর প্রভাব পড়তে পারে। (EVM News)