শ্রাবণী দাশগুপ্ত, ৯ মেঃ শিলিগুড়িতে যে সমস্ত মন্দিরে হনুমানজীর মূর্তি আছে, সেই সমস্ত মন্দিরে হনুমান চালিশা পাঠ শুরু হল। দু’দিন আগেই শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। যে মন্দিরগুলো শুধুমাত্র হনুমান মন্দির, সেখানে দিনে এক হাজার বার হনুমান চালিশা পাঠ করা হবে। অর্থাৎ প্রায় সারাদিন ধরেই চলবে এই পাঠ। শিলিগুড়ি এবং আশপাশ অঞ্চলে ছোট বড় বহু মন্দির রয়েছে। তার মধ্যে কয়েকটি হনুমান মন্দির । বাকিগুলো অন্যান্য দেবদেবীর। তবে সেই মন্দির গুলোর মধ্যে বেশ কয়েকটি তে হনুমানজির মূর্তিও রয়েছে। সেসব মন্দিরেও এবার থেকে রোজই হনুমান চালিশা পাঠ করা হবে। পঁচিশে বৈশাখের শুভদিনেই শুরু হল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের এই কর্মসূচি। দুই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথকে সামনে রেখে শান্তির বাণী প্রচার করার জন্যই তাদের কর্মসূচির প্রথম দিন হিসেবে ২৫শে বৈশাখকেই বেছে নিয়েছেন তারা। আর তাদের এই উদ্যোগে শিলিগুড়ির মানুষের সহযোগিতাও চেয়েছে এই দুই সংগঠন।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর