এভিএম নিউজ ব্যুর, ২৯ এপ্রিলঃ (Latest News)  স্বাস্থ্য পরিষেবার গাফিলতিতে মায়ের কলেই মৃত্যু ৬ মাসের সন্তানের

মধ্যপ্রদেশের দাতিয়া জেলার ইন্দারগড় সরকারি হাসপাতালে ঘটে গেল এক আমানবিক ঘটনা। ৩ ঘণ্টাতেও এল না অ্যাম্বুলেন্স, মায়ের কোলেই মৃত্যুর মুখে ঢলে পড়ল ৬ মাসের সন্তান।

জানাগেছে, ৬ মাসের শিশু সন্তান হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় তাকে ইন্দারগড় সরকারি হাসপাতালে নিয়ে যায়  মা রেণু জাতাভ। কিন্তু সেখান থেকে  শিশুটিকে দাতিয়া জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানেই যাওয়ার জন্যই অ্যাম্বুলেন্স ডেকেছিল রেণু। রেণুর অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার হাল অত্যন্ত খারাপ। ওই হাসপাতালে চত্বরে স্থানীয় বিধায়কের তহবিল থেকে দান করা দুটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল। কিন্তু জ্বালনি না থাকায়  পরিষেবা দিতে পারেনি।

অন্য অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হলেও  টানা তিন ঘন্টা অপেক্ষা করার পরেও সেই অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি। ফলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের মৃত্যু দেখা ছাড়া তার কাছে আর কোনও উপায় ছিল না, কান্নায় ভেঙে পড়ে জানিয়েছেন রেণু।

ঘটনা সামনে আসার পরেই তদন্ত করতে ওই হাসপাতালে পৌঁছে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, পুলিশের এক আধিকারিক এবং একজন তহসিলদার। মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক আরবি কুরেল জানিয়েছেন, সাধারণত জরুরী প্রয়োজনের সময় প্রথমে ১০৮ ডায়াল করে অ্যাম্বুলেন্সে খবর দেওয়ার নিয়ম রয়েছে,কিন্তু পেশেন্ট ওয়েলফেয়ার কমিটি পরিচালিত অন্যান্য অ্যাম্বুলেন্স ছিল সেখানে, যেগুলো ‘নো প্রফিট, নো লস’ ভিত্তিক কাজ করে । আপাৎকালীন ক্ষেত্রে অবশ্যই বিনামূল্যে পরিষেবা দিতে বাধ্য সেই সব অ্যাম্বুলেন্স, জানিয়েছেন তিনি।

এই ঘটনায় খুব শিঘ্রই দোষীদের বিরুদ্ধে কঠোর  শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর