ইভিএম নিউজ ব্যুরো, ৪ জুনঃ (Latest News) এবার বিশ্বে প্রথম চালু হতে চলেছে স্পোর্টস মিডিয়া অ্যাপ। তাই ক্রীড়াপ্রেমীদের কাছে দারুণ খবর। তাই ক্রীড়া জগতের সমস্ত খুঁটিনাটি, সমস্তরকম আপডেট খুব তাড়াতাড়ি সকলের কাছে তুলে ধরতে চালু হল স্পোর্টস মিডিয়া অ্যাপ। অ্যাপটির নাম দেওয়া হয়েছে স্পোর্টো। এবং অ্যাপটি কলকাতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অ্যাপটির সিইও অজিত কুমার সুরেকা এবং অ্যাপের ডিজাইনার প্রিন্স কুমার সহ অ্যাপটির সঙ্গে যুক্ত প্রমুখ।
উল্লেখ্য ১৯৯৭ সালে প্রথম সোশ্যাল মিডিয়া সাইট প্রকাশিত হয়েছিল। তখন ভাবা যায়নি সেটি পরে এত জনপ্রিয় হবে। ২০২৩ সালে বিশ্বে প্রথম স্পোর্টস মিডিয়া অ্যাপ চালু হল। এটা শুধু ক্রীড়াপ্রেমীদেরই ভাল লাগার বিষয় নয়। এর মাধ্যমে খেলোয়াড়রাও তাদের ক্রীড়াক্ষেত্রের সাফল্য তুলে ধরতে পারবেন।
এই প্রসঙ্গে অ্যাপের ডিজাইনার প্রিন্স কুমার বলেন, এই অ্যাপে নানান প্ল্যাটফর্ম রাখা হয়েছে যেখানে ক্রীড়াপ্রেমী থেকে ক্রীড়াবিদরাও বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি জনপ্রিয় খেলা থেকে বিলুপ্ত প্রায় খেলাও তুলে ধরা হয়েছে এই অ্যাপটিতে। অ্যাপ ব্যাবহারকারীরা শুধুমাত্র একটি খেলার আপডেট পেতে চাইলে তাও পাবেন। এই অ্যাপটি গুগল প্লে ও আই ফোন অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যেতে পারে। (EVM News)