শিবশঙ্কর চট্টোপাধ্যায়, বালুরঘাটঃ স্কুলবাড়ি আছে। শিক্ষকরা আছেন। আছে ছাত্রছাত্রীরাও। কিন্তু স্কুলের শৌচালয় পরিষ্কারের জন্য কোনও অস্থায়ী কর্মী নেই। এমতাবস্থায়, ছাত্রীদেরকে দিয়েই স্কুলের শৌচালয় পরিষ্কার করান, স্কুলটির প্রধান শিক্ষক। দিনের পর দিন সেই কাজ করতে গিয়ে, বাড়িতে ফিরে রীতিমত অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা। অনেকে তো ঘৃণায় খেতেও পারে না। এমনই অমানবিক ঘটনা ঘটানোর অভিযোগ উঠল, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কুরমাইল নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে। শুধু অভিযোগ নয়, দিনের পর দিন তাদের ছেলেমেয়েদের দিয়ে এই ধরনের অমানবিক কাজ করানোর প্রতিবাদে, ওই প্রধান শিক্ষকের কঠোর শাস্তির দাবি করে, সোমবার জেলা শিক্ষাসংসদের অফিসে বিক্ষোভ দেখালেন, অভিভাবকদের একাংশ।

অমিত দেবনাথ নামে বিক্ষোভকারী এক অভিভাবকের অভিযোগ, গত শনিবার তাঁর মেয়ে সহ আরও কয়েকজন ছাত্রীকে দিয়ে, স্কুলছুটির পর শৌচালয় পরিষ্কার করিয়েছিলেন প্রধান শিক্ষক। এরপর বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে তাঁর মেয়ে। এমনকী ঘটনার পর থেকে সে ঠিকমতো খেতেও পারেনি।
বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে আরো অভিযোগ  রয়েছে যে, মিড ডে মিলের খাবারও ঠিকমতো নাকি দেওয়া হয় না এখানে। এদিন অভিভাবকদের কাছ থেকে ঘটনার কথা জেনে, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, জেলা শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত কর্তা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর