ইভিএম নিউজ ব্যুরো, ১৮ ফেব্রুয়ারিঃ প্রতিবেশি রাজ্য বিহারে সরকারি নির্দেশে বন্ধ, প্রকাশ্যে মদ কেনাবেচা।এই পরিস্থিতিতে, বাংলা-বিহার সীমান্তের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরে খুলছে, সরকারি লাইসেন্সপ্রাপ্ত বিদেশি মদের দোকান। আর তাতেই নানা বিপদের আশঙ্কা করে, দোকানটি বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা।
স্থানীয়সূত্রে খবর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সরণপুর থেকে ভাটোল যাওয়ার রাস্তায়, একটি ইটভাটার পাশেই চলছে, সরকারি লাইসেন্সপ্রাপ্ত একটি দেশী এবং বিলিতি মদের দোকান তৈরির কাজ। স্থানীয়দের দাবি পাশেই বিহারে মদ বিক্রি বন্ধ থাকায়, শরণপুরের এই দোকানে ভিনরাজ্যের নেশাড়ুদের ভিড় হবে। এলাকার কমবয়সীদের মধ্যেও মদ্যপানের আসক্তি বাড়বে। পাশাপাশি মদ্যপদের উচ্ছৃঙ্খল কাজকর্ম বাড়লে, এখানকার মহিলাদের নিরাপত্তা সহ অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপও বাড়বে। সেইসঙ্গে এটি স্থানীয় স্কুলকলেজের পড়ুয়াদের অন্যতম প্রধান রাস্তা হওয়ায়, তারাও এখন থেকেই বিপন্ন বোধ করছে। তাই অবিলম্বে দোকানটি বন্ধ করার দাবিতে, শুক্রবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন, স্থানীয় মানুষ।
তাৎপর্যপূর্ণ ঘটনা হল শুক্রবার এলাকাবাসীর এই বিক্ষোভে সাধারণ মানুষ আর শিক্ষক এবং পড়ুয়াদের পাশে এসে দাঁড়ান তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের প্রধান সহ একাধিক পঞ্চায়েত সদস্য। যদিও দোকানটির লাইসেন্স পাওয়া মালিক রাহুল প্রমাণিক এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
প্রশ্ন উঠেছে, রাজ্যের সরকারের হাতে থাকা আবগারি দফতর কীসের ভিত্তিতে, স্থানীয় প্রশাসনকে অন্ধকারে রেখে, এমন একটি স্পর্শকাতর জায়গায় মদের দোকানের লাইসেন্স দিল? অন্যদিকে এলাকাবাসীর দাবি তাঁদের এই সঙ্গত বিরোধিতা উড়িয়ে এখানে এই মদের দোকান চালু হলে, আগামীদিনে আরও বড়রকমের প্রতিবাদ হবে।