বঙ্গে বিদায়বেলায় শীত। সোমবার থেকেই তাপমাত্রার পারদ চড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।সোমবার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলিয়াসের কাছাকাছি ।ফলে মাঘ মাসের মেয়াদ ফুরনোর আগেই শীতের এই যাই যাই আবহে শীতপ্রেমীদের অপেক্ষা এবার আগামী শীতের মরশুমের জন্য । আবহাওয়া অফিস জানিয়েছে ,তিনটি সিস্টেম থাকার ফলে উত্তর -পশ্চিম রাজ্য গুলিতে ঠান্ডা হাওয়ার প্রবেশে বাধা পাচ্ছে। ফলে আমাগী ৪ -৫ দিন দিনের বেলার তাপমাত্রা ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাই এবারের মতো শীতবস্ত্র ফের ট্রাঙ্কে ঢোকানোর পালা। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৮ থেকে ৯৮ শতাংশের মধ্যে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর