সোমবার সোদপুরে ইডি- র একপ্রস্থ হানা চলার পরও সোদপুরের ঘোলায় হানা দিল সিআইডি।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রের খবর, পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের শরৎপল্লির বাসিন্দা বাবাই দাস ওরফে হুলোর বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা তছরূপের অভিযোগের তদন্তে সোমবার রাতেই হানা দেয় সিআইডি। বাবাই এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত এবং তিনি পুলিশের ইনফরমার হিসাবে কাজ করতেন, এমনও অভিযোগও শোনা গিয়েছে।

বাবাই দাসের মা রুনু দাস বলেন, “দু’জন এসেছিলেন। বললেন লালবাজার থেকে এসেছেন। বাবাইয়ের দেখা করার কথা ছিল, দেখা করেনি, সেটাই বলতে এসেছিল। বাবাই গাড়ির লাইনে কাজ করে। ছেলে বাড়িতে ছিল না। বললাম, এলে জানাব।”

অন্যদিকে , রাজ্য বিজেপি যুব মোর্চার নেতা জয় সাহা বলেন, “সিবিআই ইডির তৎপরতা দেখে সিআইডিও যে তৎপর হচ্ছে, দেখে ভালই লাগছে। রাজ্য প্রশাসন যদি কাজ করে তা হলে তো কেন্দ্রীয় সংস্থার দরকার হয় না। শুধু পানিহাটি কেন, রাজ্যজুড়ে তৃণমূলের সাধারণ কর্মী থেকে নেতা সকলেই দুর্নীতিগ্রস্ত। “

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর