ইভিএম নিউজ ব্যুরো, ১৭ জুলাইঃ (Latest News) “মড়ার ওপর খাঁড়ার ঘাঁ ” – অবস্থা হয়েছে শাসক তৃণমূলের।এবার পুরসভাগুলির নিয়োগ দুর্নীতিতে ডাক পড়তে চলেছে পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসারদের। সিবিআইয়ের বিস্ফোরক দাবি, পুরসভায় কর্মী নিয়োগে জড়িত রয়েছেন নগর উন্নয়ন দপ্তর ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং অফিসারেরা।
এই সূত্রেরই দাবি, এই বৃহৎ আকার দুর্নীতিতে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন পুরোএলাকাগুলির স্থানীয় নেতা, মন্ত্রী এমনকি শাসক দলের প্রভাবশালী ব্যক্তিরা।
উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৯, রাজ্য জুড়ে প্রায় ৭০ টি পৌরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে। তার প্রচুর নথি ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের হাতে এসে পৌঁছছে।
সিবিআই আধিকারিকদের কথায়, জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে আপাতত যে ১৪ টি পুরসভায় তল্লাশি চালানো হয়েছে, সেই সমস্ত পৌরসভার পুরো কর্তা এবং এক্সিকিউটিভ অফিসারদের তলব করা হবে। আর সেই কাজ শুরু হবে এই সপ্তাহেই। এই ১৪ টি পুরসভার পুরকর্তাদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে আসবে, তার ভিত্তিতে বাকি পুরসভার পুরকর্তাদের এবং শাসক দলের প্রভাবশালীদের ধাপে ধাপে তলব করা হবে। (EVM News)