নিজস্ব প্রতিনিধি, সাগর মধ্যপ্রদেশঃ এমন ছবি তো কতই হয়। আর বক্স অফিসে হিট আর সুপার ডুপার হিটও হয়। সাম্প্রতিক কালে মুক্তি পাওয়া দক্ষিণী ছবি ‘কেজিএফ’-ও তেমনটাই হয়েছিল। অভাবের মধ্যে বড় হয়ে ওঠার পথে এই ছবির নায়ক একসময় অপরাধ জগতের বাদশা হয়ে উঠল। আর সেই সাধারণ সিনেমার গল্পটাই মারকাটারি অ্যাকশন, জমজমাট নাচাগান আর চোখধাঁধানো স্পেশাল এফেক্টসের প্যাকেজে মুড়ে ঝাঁপিয়ে পড়ল বক্স অফিসে। ফের আরেকটা সুপার ডুপার হিট। আর এখানেই হল সমস্যা। ‘কেজিএফ’ ছবির এই রকির অ্যাকশন নকল করতে গিয়ে নিজেই সিরিয়াল কিলার হয়ে গেল, মধ্যপ্রদেশের ১৯ বছরের এক যুবক। একের পর এক সিকিউরিটি গার্ডকে খুন করে, ওই যুবকও এখন মধ্যপ্রদেশ পুলিশের হাতে বন্দি।
পুলিশসূত্রের খবর, ২০২২ সালের মে মাসে মধ্যপ্রদেশে এক নিরাপত্তারক্ষী খুন হন। তাঁর মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের চিহ্ন মেলে, ময়নাতদন্তের রিপোর্টে। এর ঠিক তিনমাস পর সে রাজ্যেরই সাগর জেলায় আবারও ৪ জন নিরাপত্তারক্ষীর খুন হন। সেই খুনের ঘটনাগুলোতেও একই রিপোর্ট পাওয়া যায়। এভাবে ধারাবাহিক খুনের ঘটনায় মানুষের মধ্যে ফিরে আসে ‘স্টোনম্যান’-র আতঙ্ক। রহস্যের কিনারা করতে নামে পুলিশ। আর তাতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
মধ্যপ্রদেশ পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্রে জানা গেছে,  রাতে বড় আবাসন বা শপিং মলে ডিউটি করার সময় কোনও নিরাপত্তারক্ষী ঘুমিয়ে পড়লে, তাঁর মাথায় পাথর দিয়ে আঘাত করত ওই যুবক। সেইসব ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবশেষে আততায়ীকে চিহ্নিত করেন তদন্তকারীরা। ভোপাল থেকে গ্রেফতার করা হল সেই আততায়িকে। আর তাঁকে পাকড়াও করার পর গোয়েন্দারা তো রীতিমতো আততায়িকে দেখে হতবাক। মাত্র ১৯ বছরের তরুণ কিনা সিরিয়াল কিলার!

পুলিশ জানিয়েছে,  অভিযুক্ত ওই তরুণের নাম শিবপ্রসাদ ধ্রুবে। সে সাগর জেলারই কেশারি এলাকার বাসিন্দা।
তবে অবাক হওয়ার এর পরেও বাকি ছিল। কেন সে এভাবে একের পর এক খুন করল? গোয়েন্দাদেরকে আরও অবাক করে দিয়ে শিবপ্রসাদ জানিয়েছে, ‘কেজিএফ’-এর রকির চরিত্র দেখে সেও গ্যাংস্টার হতে চেয়েছিল। আর গ্যাংস্টার হতে গেলে এই ধরনের খুন তো করতেই হবে।
আর হ্যাঁ, জেরায় ১৯ বছরের ওই যুবক এও বলেছে, তাঁর পরবর্তী লক্ষ্য ছিল পুলিশ।
নাহ্, এই শেষ কাজটা করে আর ‘বিখ্যাত’ হওয়া হল না। সিসিটিভি ফুটেজ থেকে তাঁকে শনাক্ত করার পর তাঁর হাতে খুন হয়ে যাওয়া ব্যক্তিদের মোবাইল ফোন ট্র্যাক করতে শুরু করেন গোয়েন্দারা। আর সেই সূত্রেই শিবপ্রসাদ এখন মধ্যপ্রদেশ পুলিশের জালে বন্দী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর