প্রয়াত সাহিত্যিক তথা জনপ্রিয় গোয়েন্দা চরিত্রের ‘একেন বাবুর’ স্রষ্টা সুজন দাশগুপ্তর অস্বাভাবিক মৃত্যু । বাইপাসের ধরে তাঁর ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দরজা ভেঙে লেখকের মৃতদেহ উদ্ধার করতে হয় পুলিশকে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। নিউ জার্সির এই বাসিন্দা কিছুদিন ধরেই কলকাতাতে বসবাস করতেন। জানা যায় , সকালে বাড়ির পরিচারিকা কাজ করতে এসে অনেক ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে সার্ভে পার্ক থানায় খবর দেন বাড়ির ওই পরিচারিকা। পরে পুলিশ এসে দরজা ভেঙে লেখকের মৃতদেহ উদ্ধার করে। ঠিক কি করণে তাঁর এই মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। তাঁর এই হঠাৎই চলে যাওয়ার ঘটনাতে শোকস্তব্ধ গোটা সাহিত্যিকমহল।