সঙ্কল্প দে, ১০ মার্চঃ(Latest News) সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আবেদন বামেদের। সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি ও ঐক্য রক্ষায় বামপন্থী দলসমূহের ডাকে হুগলির কোন্নগর বাটার মোড় থেকে উত্তরপাড়া গৌরিয় সিনেমা পর্যন্ত সম্প্রীতির এক মহা মিছিলের আয়োজন করা হল। এই মহামিছিলে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
কয়েকদিন আগে হুগলির রিষড়ায় রামনবমীকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ঠ করা হয়েছিল ও ধর্মীয় অনুষ্ঠানে যেভাবে রাজনৈতিক ব্যাক্তিদের অনুপ্রবেশ ঘটানো হয়েছিল মূলত তার বিরুদ্ধেই বামেদের এই পথসভা।(EVM News)