জাহাঙ্গীর বাদশা,পূর্ব মেদিনীপুরঃ ক্রসিং আছে কিন্তু লেভেল নেই। এমনই এক লেভেল ক্রসিং পেরনোর সময়, হলদিয়াগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল, মোটরভ্যান চালকের। প্রচন্ড গতিতে আসা সেই ট্রেনের চাকায় ভ্যানটি জড়িয়ে বেশ কিছুদূর চলে যাওয়ার পর, দাঁড়িয়ে গেল। মঙ্গলবার সকাল পৌনে ৯ টা নাগাদ এই দুর্ঘটনার জেরে, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার বাবুরহাট এলাকায়, বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল, ট্রেন চলাচল। খুব্ধ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার পরেও দীর্ঘক্ষণ রেলপুলিশের দেখা পাওয়া যায়নি।
এদিনের ট্রেন দুর্ঘটনায় মৃত ওই ভ্যানচালক পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা বলে, মহিষাদল থানা সূত্রে জানা গেছে। পাশাপাশি দুর্ঘটনায় অন্য এক ব্যক্তিও গুরুতর আহত হয়েছেন বলে খবর। ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিয়ে, পূর্ব রেলের বিরুদ্ধে ফের উঠেছে গাফিলতির অভিযোগ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর