ইভিএম নিউজ ব্যুরো,মুর্শিদাবাদঃ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রটি দীর্ঘদিন অভিভাবকহীন ছিল। আর এই কেন্দ্রেই বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতির তরফে বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ সাহার নাম ঘোষণা করা হয়। উপনির্বাচনের দিন আগামী ২৭ শে ফেব্রুয়ারি ও ভোটগণনা আগামী ২ রা মার্চ , সেকথা আগেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন ।
প্রসঙ্গত ,এই উপনির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখযোগ্য ভাবে, সম্পর্কে তিনি হলেন মুখ্যমন্ত্রীর মামাতো ভাই । অন্য দিকে এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন ব্যারন বিশ্বাস । ইতিমধ্যেই ভোটে বামেদের সমর্থন চেয়ে আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । অতীতের উপনির্বাচন গুলিতে যেভাবে ভোট লুঠের নিদর্শন রেখেছে রাজ্যের বর্তমান শাসকদল , তাতে আগামী সাগরদিঘি উপনির্বাচন বিরোধী দলগুলির কাছে কতটা ফলপ্রদ হয় সেইদিকেই নজর রাজ্যবাসীর।