ইভিএম নিউজ ব্যুরো, ২৮ ফেব্রুয়ারিঃ রাজনৈতিক দলের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নতুন কিছু নয়। এবার সাইবার হানার শিকার তৃণমূল কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটি সম্পূর্ণ বদলে এসেছে এক নতুন রূপে। লোগো সহ প্রোফাইল পিকচারস বদলে এসেছে নতুন রূপে। অ্যাকান্টটি খুললে দেখা যাবে ‘ইওগা লাবস’(Yuga Labs) এবং প্রোফাইল পিকচারসে দেখা যাচ্ছে ‘Y’ আকারের আইকন। ‘’Yuga Labs’-এর নাম দেখাচ্ছে সেটি একটি মার্কিন বহুজাতিক সংস্থা। তাদের কাজ মূলত ক্রিপ্টো কারেন্সি নিয়ে।

অনুমান করা হচ্ছে, গত সোমবার রাতে হ্যাক করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটির হ্যাক হওয়া সম্পর্কে সত্যতা স্বীকার করেছেন সাংসদ ডেরেক অ’ব্রায়েন। এই সম্পর্কে তিনি জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব প্রোফাইলটিকে আগের অবস্থায় ফিরিয়েআনার চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে অপরিবর্তিত রাখা হয়েছে শাসক দলের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটিও। পঞ্চায়েত নির্বাচনের আগে তবে কি এটা বিরোধী দলের কাজ? অনুমান করছে তৃণমূল কংগ্রেস দলের অনেকেই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর