পঞ্চায়েত নির্বাচনের আবহে জেলার শাসকশিবিরের অস্বস্তির কাঁটা ছড়িয়ে, ফের একটি সমবায় সমিতি দখল করল বামেরা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর কলাবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৯ টি আসনের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পরাস্ত করে, সবক’টি আসনেই জিতলেন, বামফ্রন্টের প্রার্থীরা। আর সেই জয়ও এল বিপুল ভোটে। সবমিলিয়ে ১৯ জন প্রার্থী লড়াই করেছিলেন এই সমবায় সমিতির নির্বাচনে। ফল বেরনোর পর দেখা যায়, মহিলাদের জন্য সংরক্ষিত আসনে ২ টি আসন ছাড়াও, অসংরক্ষিত ৬ টি আসনেও জয়ী হয়েছেন বামপ্রার্থীরা। এমনকী, তফশিলী প্রার্থীদের জন্য সংরক্ষিত একটি আসনেও জয়ী হয়েছেন বাম প্রার্থীই। স্বাভাবিকভাবেই রাজ্যের শাসকদলের প্রার্থীদের এভাবে হোয়াইটওয়াশ করে দিয়ে, পরপর দুবার কলাবেরিয়া সমবায় সমিতি দখলে রাখার আনন্দে, রীতিমতো স্লোগান দিয়ে মিছিল করেন এলাকার বাম সমর্থক নেতাকর্মীরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর